← রাজ্য বিভাগে ফিরে যান
বাংলার মুকুটে নয়া পালক! দেশের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত ‘দুয়ারে সরকার’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার মুকুটে নয়া পালক, দেশের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হল ‘দুয়ারে সরকার’। বাংলাকে পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নয়া বছরের ৭ জানুয়ারি রাজ্যের হাতে পুরস্কার প্রদান করা হবে।
দেশের কোন প্রকল্প সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে প্রভাবিত করেছে, উত্তর খুঁজতে সমীক্ষা করা হয়। সমীক্ষায় উঠে এসেছে বাংলার ‘দুয়ারে সরকার’ প্রকল্পের নাম। দুয়ারে সরকার প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ নানান সাহায্য পান। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমেই রাজ্যের যাবতীয় পরিষেবা পৌঁছে যায় তৃণমূল স্তরের মানুষের কাছে। ২০২০ সালে এই প্রকল্প চালু হয় রাজ্যে।