ভাটপাড়ায় বেআইনি নির্মাণ, বিপাকে BJP নেতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভাটপাড়ায় ৯ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলিতে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে মাধুরী অ্যাপার্টমেন্ট তৈরি করেন। পুরসভার সঙ্গে চুক্তি অনুযায়ী, ২১ হাজার বর্গফুট নির্মাণের কথা ছিল। কিন্তু তার থেকে অনেক বেশি জমিতে তিনি বিল্ডিং তৈরি করেছেন বলে অভিযোগ। এমনকী, পুরসভার জন্য বরাদ্দ অংশও তিনি দেননি বলে অভিযোগ।
সেই সময় পুর চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। বর্তমানে ভাটপাড়া পুরসভায় ক্ষমতার হাতবদল হয়েছে। অর্জুন ক্ষমতায় থাকাকালীন যে সব কাজ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই চুক্তি খতিয়ে দেখে অর্জুন সিংয়ের অনুগামী বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে নোটিস ধরানো হয় ও ভাটপাড়া থানায় এফআইআর দায়ের করা হয়।
ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহার বক্তব্য, পুরসভার সঙ্গে চুক্তি অনুযায়ী ৩০ শতাংশ দেওয়ার কথা ছিল প্রিয়াঙ্গুর। কিন্তু তা দেওয়া হয়নি। আমরা ওই অংশ বুঝে নিতে চাই। বারবার ডাকা হলেও তিনি আসছেন না। তাই এফআইআর করা হয়েছে। পুরসভার জমিতে বেআইনিভাবে তিনি ওই বাড়ি বানিয়েছেন। পুরসভার নোটিস পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রিয়াঙ্গু। হাইকোর্ট গ্রেপ্তারিতে নিষেধাজ্ঞা জারি করলেও তদন্ত চালিয়ে যেতে বলেছে। সেইমতো শনিবার সন্ধ্যায় ভাটপাড়া থানা আইসি অর্ধেন্দু সরকারের নেতৃত্বে পুলিস বাহিনী ওই বাড়িতে গেলে ওই বিজেপি নেতা ও তাঁর দলবল বাধা দেয়। তুমুল ধাক্কাধাক্কি হয়। আইসি অর্ধেন্দু সরকার আক্রান্ত হন। পরে আশিস সাউ ও চমন সিংকে গ্রেপ্তার করে পুলিস। তাদের রবিবার বারাকপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।