দেশ বিভাগে ফিরে যান

আসছে নয়া অ্যাপ ইউ-উইন, থাকবে টিকাকরণের যাবতীয় তথ্য

December 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: করোনার টিকাকরণের সময় যাবতীয় তথ্য থাকত কো-উইন অ্যাপে। ‘ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম’ বা জাতীয় টিকাকরণ কর্মসূচি রূপায়ণে এবার একই ধাঁচে তৈরি হচ্ছে নয়া অ্যাপ ইউ-উইন। রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অসীম দাস মালাকার জানিয়েছেন, ২০২৫ থেকে বাংলায়ও এই কর্মসূচি শুরু হবে। রুটিন টিকাকরণের সময় অ্যাপ ব্যবহার হলে বহু সুযোগ-সুবিধাগুলি মিলবে।

বাড়ির কাছে পছন্দমতো জায়গায় টিকা নেওয়ার সুযোগ মিলবে। কবে টিকা নিতে হবে, সেই এসএমএস চলে যাবে মোবাইলে। অনলাইনে ডাউনলোড করা যাবে সার্টিফিকেট। টিকার দিনক্ষণ ভুলে গেলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অ্যাপই মোবাইলে সেই তথ্য পাঠিয়ে দেবে।

প্রধানত মা ও শিশুর টিকাকরণের ক্ষেত্রে অ্যাপ কাজে লাগানো হবে। সরকারিভাবে এখন বাচ্চাদের ১২টির বেশি টিকা বিনামূল্যে দেওয়া হয়। জন্ম থেকে বিভিন্ন বয়সে শিশু এবং কিশোর-কিশোরীদের টিকা দেওয়া হয়। গর্ভবতী মায়েদেরও টিটেনাস-ডিপথেরিয়া বা টিডি টিকা দেওয়া আবশ্যিক। সব তথ্যই থেকে যাবে অ্যাপে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vaccination policy, #U-Win

আরো দেখুন