INDIA জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি APP-র, দিল্লি বিধানসভা ভোটের মুখে বিরোধী ঐক্যে ফাটল?
দিল্লির বিধানসভা ভোটের প্রাক্কালে বিরোধী জোট ইন্ডিয়ায় আরও চওড়া হল ফাটল! বিরোধী জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করার দাবি তুলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। জোটের শরিকদের কাছে এ বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে আম আদমি পার্টি।
দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন বুধবার কেজরিওয়ালকে ফর্জিওয়াল অর্থাৎ জালিয়াত বলেছিলেন। গত এক দশকে আপের শাসনে দিল্লি দুর্নীতি ও অনুন্নয়নের শিকার বলে অভিযোগ তাঁর। মাকেন বলেছিলেন, ‘কেজরিওয়ালের কোনও মতাদর্শ নেই। তিনি রাজনৈতিক স্বার্থে বিজেপির ৩৭০ অনুচ্ছেদ রদ, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করেছেন। এহেন মন্তব্যের প্রতিবাদে আপ নেতৃত্বের এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
সাত মাস আগে লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস ও আপ। কেন্দ্রশাসিত অঞ্চলের সাতটি আসনে বিজেপি জয়ী হয়েছিল। তারপরই ‘ইন্ডিয়া’র দুই শরিকের বিচ্ছেদ হয়েছে। হরিয়ানায় লোকসভা ভোটে জোট বেঁধে লড়লেও সেপ্টেম্বরে হরিয়ানা বিধানসভা ভোটে দু’দল আলাদা ভাবে লড়েছিল।
সংসদের সদ্যসমাপ্ত অধিবেশনে ইন্ডিয়ায় কংগ্রেসের নেতৃত্ব নিয়ে একে একে প্রায় সব শরিকেরাই প্রশ্ন তুলেছে। আদানিদের ঘুষকাণ্ডের প্রতিবাদে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভে দেখা যায়নি ‘ইন্ডিয়া’র অনেক শরিককে। আরজেডি প্রধান লালুপ্রসাদ, এনসিপি(এস) সভাপতি শরদ পওয়ার, অখিলেশ যাদবের মতো বিরোধী নেতারা এবং ওয়াইএসআর কংগ্রেসের মতো ‘ইন্ডিয়া’র বাইরের দলও বিরোধী জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসার পক্ষে সওয়াল করেছেন। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেছেন, বিরোধী মঞ্চের নেতৃত্বের দাবি জানাতে পারেন মমতা। এবার কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি ‘ইন্ডিয়া’ অন্যতম শরিক আপ ময়দানে নামল।