কলকাতা বিভাগে ফিরে যান

হাওড়া ও হুগলিতে বড়দিনে চার্চগুলোতে উপচে পড়ল ভিড়

December 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড়দিনের সকালে চার্চগুলিতে উপচে পড়ল ভিড়। সান্তাক্লজের লাল টুপি মাথায় দিনভর ঘুরল মানুষজন। দ্রষ্টব্য স্থান ও পিকনিক স্পটগুলোয় রীতিমতো থিকথিক করেছে ভিড়। সন্ধ্যা নামতেই রাস্তায় মানুষের ঢল নেমেছিল। হাওড়া ও হুগলি শহরের বিভিন্ন জায়গায় উৎসবে মাতল মানুষ। হাওড়ার ক্রিসমাস কার্নিভালে ১০ মিনিটের অনুষ্ঠান করে সবার মন জিতে নিয়েছে বিশেষভাবে সক্ষম শিশুরা।

হাওড়ার শৈলেন মান্না সরণির ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে ক্রিসমাস কার্নিভাল উপলক্ষ্যে ভিড় জমতে শুরু করেছিল মঙ্গলবার থেকে। বুধবার তা দ্বিগুণ হয়। ফুড স্টলগুলির পাশাপাশি সেলফি জোন, সাংস্কৃতিক মঞ্চের সামনে ভিড় সামাল দিতে বেগ পেতে হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন হয়েছিল। হাওড়ার বোটানিক্যাল গার্ডেন, রেল মিউজিয়াম, বেলুড় মঠ, হাওড়া ময়দানের প্ল্যানেটারিয়ামে থিকথিকে ভিড় ছিল।

গঙ্গাপাড়ের জেলা হুগলিতেও বড়দিনের রোশনাইয়ে সেজে উঠেছিল বিভিন্ন চার্চ। ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ, শ্রীরামপুরের সেন্ট ওলাভ চার্চে তিলধারণের জায়গা ছিল না। সন্ধ্যা বাড়তেই বেড়েছে ভিড়। পাশাপাশি ভিড় ছিল পিকনিকের দলের। কেউ বন্ধুবান্ধব নিয়ে, কেউ পরিবার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন। আমবাগান থেকে সরষে খেত, সবই হয়ে উঠেছিল পিকনিক স্পট।

TwitterFacebookWhatsAppEmailShare

#howrah, #hooghly, #Merry Christmas, #churches

আরো দেখুন