পপকর্নের উপর জিএসটি! দেশজুড়ে সমালোচনার ঝড়
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পপকর্নের উপর নতুন জিএসটি ঘোষিত হওয়ায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। উত্তরপ্রদেশের যোগী সরকার পর্যন্ত কেন্দ্রের কাছে সাফাই চেয়ে বলেছে যে, গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি হচ্ছে, স্পষ্ট করে দেওয়া হোক।
অর্থমন্ত্রক শুধু কোন পপকর্নে জিএসটি কত, সেটাই স্পষ্ট করেছে বলে জানিয়েছে। অর্থমন্ত্রক এই সাফাই দিলেও সমালোচনা অবশ্য বন্ধ হচ্ছে না। কারণ যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পপকর্নের উপর নানা ধাপের জিএসটি থাকবে। প্যাকেট নয় এরকম খোলা পপকর্নের জিএসটি আগের মতোই ৫ শতাংশ থাকবে। প্যাকেট হলে ১২ শতাংশ হবে। প্যাকেটও নয়, ব্র্যান্ডেড লেবেলও নেই, কিন্তু সিনেমার টিকিট বা কোনও ফুডজয়েন্টের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে পপকর্ন, সেটা ১২ শতাংশ। নোনতা পপকর্নের এক রকম জিএসটি। চিনি মিশ্রিত হলে অন্যরকম জিএসটি। সিনেমার টিকিটের সঙ্গে পপকর্ন কিনলে একরকম, আবার গিয়ে আলাদাভাবে কিনলে বেশি জিএসটি হবে।