পাঁচ বছরে উষ্ণতম বড়দিন কাটাল কলকাতা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বড়দিনে উধাও হল শীত, বড়দিনের আকাশ ছিল মেঘে ঢাকা। মাঝেমধ্যে রোদ উঁকি দিতে, আরও গরম পড়েছে। পাঁচ বছরের মধ্যে বুধবার গেল উষ্ণতম বড়দিন। ছিটেফোঁটা বৃষ্টিও হল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেন্টিগ্রেড।
হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩, ২০২২, ২০২০ ও ২০১৯ সালে বড়দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৬.৯, ১৭.২, ১৪.৪, ১৩.৭ ও ১৩.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। ২০২৪-এর বড়দিনের গরম ভেঙে দিল সব রেকর্ড। তবে তাপমাত্রা খানিক বাড়লেও আনন্দ উদযাপন আটকানো যায়নি। চিড়িয়াখানার তথ্য বলছে, প্রায় ৭০ হাজার দর্শক এদিন এসেছিলেন। চিড়িয়াখানার সঙ্গে পাল্লা দিয়ে ভিড় হল ইকো পার্ক, ভিক্টোরিয়াও।
অ্যালেন পার্ক থেকে পার্ক স্ট্রিট মোড়ে আসার রাস্তা বন্ধ ছিল। বিকেল পুলিশ পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দেয়। হেঁটে ঘোরার জন্য খুলে দেওয়া হয় রাস্তা। রাস্তাজুড়ে শুধুই লাল টুপির মাথা। আলো জ্বলতে থাকা হেয়ার ব্যান্ড, লাল টুপি পরে চলল বড়দিন উদযাপন। যানবাহনের জন্য রাস্তা খুলে দেওয়া হল রাত সোয়া ন’টায়। বিকেলের পর পার্ক স্ট্রিট, ময়দান বা রবীন্দ্র সদন থেকে মেট্রোতে উঠতে বেগ পেতে হয়েছে মানুষকে।