বড়দিনে স্লেজ ছেড়ে বাইক চালিয়ে ট্রাফিক সচেতনতা নিয়ে প্রচারে সান্তাক্লজ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বড়দিনে স্লেজ ছেড়ে হেলমেট পরে বাইক চালালেন সান্তাক্লজ। বড়দিন উপলক্ষ্যে সান্তাক্লজের ছবি দিয়ে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে প্রচার চালাল রাজ্য পুলিশ। বুধবার সকালে পুলিশ সমাজ মাধ্যমে ছবি শেয়ারও করেছে। সেই পোস্ট শেয়ার করেছে বিধাননগর সিটি পুলিশ। তাতে সান্তাক্লজ বলছেন, সেফ রাইডিং, মেরি রাইডিং।
বড়দিন, বর্ষবরণের রাত থেকে নববর্ষের প্রথম দিন পয়লা জানুয়ারি, উৎসবের দিনগুলিতে রাস্তায় গাড়ি ও বাইকের সংখ্যা বেশি থাকে। বেপরোয়া বাইক চলে। স্পিড লিমিট না-মেনে উচ্চগতিতে বাইক চালানো, মদ্যপ অবস্থায় বাইক চালানো, ট্রিপল রাইড, হেলমেট না-পরা প্রভৃতি অভিযোগ আসে। এই দিনগুলিতে পুলিশের বিশেষ নজরদারি থাকে। কোথাও কোনও বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য সতর্ক থাকেন পুলিশকর্মীরা। যাঁরা আইন ভাঙেন তাঁদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা রুজু হয়। পুলিশের দাবি, উৎসবের দিনগুলিতে সকলে যাতে সুস্থ ও ভাল থাকেন, তাই সচেতনতা বাড়াতে প্রচার চালানো হয়। উৎসবের সময় বাইক চালালে অনেকে হেলমেট ব্যবহার করেন না। রাস্তায় হেলমেট না পরে বাইক চালানো বিপজ্জনক। সান্তাক্লজের যে ছবি দেওয়া হয়েছে, তাঁর মাথাতে হেলমেট আছে।