নিউ গড়িয়া থেকে বারুইপুর মেট্রো প্রকল্প ফিরিয়ে আনতে মরিয়া বাংলার শাসক দল
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নিউ গড়িয়া থেকে বারুইপুর মেট্রো প্রকল্প বাতিল হয়ে গিয়েছে। রাজ্যসভায় লিখিতভাবে তা জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাংলার প্রকল্পকে ফিরিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক, সাংসদ, বিধানসভার স্পিকার রাজ্যবাসীর স্বার্থে পুনরায় এই প্রকল্প চালু করতে উদ্যোগী হয়েছেন।
বাংলার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার বলেন, গণপরিবহণের স্বাচ্ছন্দ্য থেকে জনতা বঞ্চিত হবে। দক্ষিণ ২৪ পরগনার বিরাট সংখ্যক মানুষ মেট্রো পরিষেবা নিতে ট্রেনে করে কবি সুভাষ পর্যন্ত যান। বারুইপুর থেকে মেট্রো চালু হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। তিনি আরও বলেন, তিনি রেলমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেন, যাতে এই প্রকল্প ফের শুরু করা যায়। স্থানীয় সাংসদ সায়নী ঘোষের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার স্পিকার বলেন, যাদবপুরের সাংসদকে অনুরোধ করেছেন বিষয়টি সংসদে উত্থাপন করতে, যাতে এই প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত না হয়।
স্থানীয়স্তরে জনতাকে নিয়ে মেট্রো চালুর দাবিতে আন্দোলনে নামতে চলেছে রাজ্যের শাসক দল। দলের সর্বস্তরের জনপ্রতিনিধি থেকে সাংগঠনিক নেতৃত্বকে রাস্তায় নামার বার্তা দেওয়া হবে।
নিউ গড়িয়া-বারুইপুর মেট্রো চালু করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও স্পিকার কথা বলবেন বলে জানিয়েছেন।