← প্রযুক্তি বিভাগে ফিরে যান
ফোন চালু থাকলেও কলার শুনবে ফোন ‘সুইচ অফ’ জানুন কৌশল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফোন চালু থাকা অবস্থাতেও সুইচ অফ শুনতে পাবে কলার। বারবার ফোন কলে বিরক্তি আসছে। আবার কখনও কাজে ব্যস্ত থাকলে কল রিসিভ করতে ইচ্ছে হয় না।
এমন পরিস্থিতিতে মোবাইল ফোন সুইচ অফ না-করে বা ব্লক না-করেও কীভাবে কল ধরা এড়ানো যায়, তা অনেকেরই জানা নেই। অ্যান্ড্রয়েড এবং IOS, দু-ধরনের স্মার্টফোনে বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য, কিছু ফোনকে পছন্দমতো কাস্টমাইজ করা যায়।
এক্ষেত্রে কী করতে হবে জেনে নিন
- প্রথমে ফোনের কল সেটিংসে যান।
- এরপর সাপ্লিমেন্টারি সার্ভিস অপশনটিতে ক্লিক করতে হবে। (ফোনে ভিন্ন নামেও থাকতে পারে)
- তারপর কল ওয়েটিং অপশন দেখা যাবে। এটি চালু থাকলে সেটি বন্ধ করতে হবে।
- কল ওয়েটিং বন্ধ করার পর, কল ফরওয়ার্ডিং অপশনে যান।
- কল ফরওয়ার্ডিংয়ে দুই অপশন পাবেন। ভয়েস কল এবং ভিডিও কল। ভয়েস কল অপশনে ক্লিক করতে হবে।
- ভয়েস কল সেকশনে চারটি অপশন থাকবে, ফরওয়ার্ড হেন বিজি অপশনে ক্লিক করতে হবে।
- ফরওয়ার্ড হেন বিজি অপশনে ক্লিক করার পর একটি মোবাইল নম্বর এন্টার করতে হবে। এখানে এমন একটি নম্বর দিন যা বন্ধ রয়েছে।
- এরপর থেকে যখনই কেউ ফোন করবে, তারপর ফোন কল করলে সুইচ অফ বলে শোনা যাবে।