হিডকোর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদকে সরানোর সিদ্ধান্ত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে হিডকো নিয়ে একটি ‘গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে, হিডকোকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে আর রাখা হবে না। এ বার আনা হবে প্রশাসনিক সংস্কার এবং কর্মিবর্গ দপ্তরের অধীনে। যে দপ্তর রয়েছে মখ্যমন্ত্রী মমতার হাতে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত হিডকোর কাজ নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী।
২০২৬ সালে রাজ্যে পরবর্তী বিধানসভা ভোট। তার আগে পুর নির্বাচন রয়েছে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরেন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে আরও বেশি ব্যবহার করার জন্য এই অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল বলে তৃণমূল সূত্রের দাবি। বিশেষ করে সংখ্যালঘু এলাকায়।
হিডকো বা ‘ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন’ রাজ্যে নগরায়নে খুব গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা (কর্পোরেশন)। আবাসন প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের তত্বাবধানে থাকে এই সংস্থা। বিশেষ করে নিউটাউনের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজারহাট, নিউটাউনকে ভবিষ্যতে স্মার্ট সিটি তৈরি করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর আগে আইএএস সঞ্জয় বনশল হিডকোর এমডি ছিলেন। পরে বনশলকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় আইএএস শশাঙ্ক শেট্টিকে। এই হিডকোর বোর্ড অফ ডিরেক্টর্সে একাধিক আইএএস রয়েছেন। ফিরহাদ হাকিমের আগে হিডকোর চেয়ারম্যান ছিলেন রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব দেবাশিস সেন। ফিরহাদ তিন বছর আগে এই দায়িত্ব নিয়েছিলেন।