← রাজ্য বিভাগে ফিরে যান
বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস পৌঁছতে হাওড়ায় তৈরি হচ্ছে পাইপ কারখানা, কর্মসংস্থানের সুযোগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার মানুষ দিন গুনছে পাইপলাইন দিয়ে কবে সস্তা প্রাকৃতিক গ্যাস আসবে? এই পাইপ দিয়ে গৃহস্থের রান্নাঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস (পিএনজি)। এই গ্যাস পাইপের মাধ্যমে পৌঁছে যাবে হোটেল–রেস্তোরাঁয় এবং উৎপাদনের কাজে ব্যবহার হবে।
যে পাইপ দিয়ে গ্যাস জোগানো হবে, তা তৈরি করতেই এ বার হাওড়ার জগৎবল্লভপুরে কারখানা গড়বে করণ পলিমার। সংস্থা জানিয়েছে, এই পলিথেলিন পাইপ তৈরির জন্য ১০০ কোটি টাকা লগ্নি করবে তারা। কারখানাটি চালু হলে সরাসরি কাজ পাবেন ১০০ জন। পরোক্ষ কর্মসংস্থান হবে এক হাজারেরও বেশি।
সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্যামলাল আগরওয়াল জানান, পণ্যের মান অনুমোদন করার জন্য ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের কাছে নমুনা পাঠিয়েছেন তাঁরা। আগামী চার মাসের মধ্যে চূড়ান্ত সায় মিলবে। তার পরে কারখানা গড়া হবে।