← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
পুরীর জগন্নাথ দর্শনে যাচ্ছেন? ১লা জানুয়ারি থেকে চালু হচ্ছে নয়া ব্যবস্থা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য নয়া ব্যবস্থার কথা ঘোষণা করলেন ওড়িশায় আইনমন্ত্রী পৃথিবীরাজ হরিচন্দন। দেবদর্শনের পথ মসৃণ করতেই এই পদক্ষেপ করা হয়েছে। নয়া ব্যবস্থার ফলে পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। শিশু, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা।নাটমণ্ডপে বিশেষ র্যাম্প তৈরি হচ্ছে। ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে নয়া ব্যবস্থা চালু করা হবে।
দেবতার মূর্তি দর্শনের জন্য ব্যরিকেড দিয়ে ৬টি আলাদা লাইন তৈরি করা হবে। পুরুষ, মহিলা, প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্যও থাকছে পৃথক পৃথক লাইন। নাটমন্দিরের র্যাম্পের সাহায্যে খুব সহজেই বিগ্রহের কাছে পৌঁছনো যাবে।
৩০ এবং ৩১ ডিসেম্বর, পরীক্ষামূলকভাবে নতুন ব্যবস্থা চালু করা হবে। ২০২৫ সালের প্রথম দিন থেকে নয়া ব্যবস্থা কার্যকর করা হবে।