বামনগোলার টাইগার হিল ইকোপার্ক নবরূপে আত্মপ্রকাশ করছে ৩১ ডিসেম্বর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে বামনগোলার টাইগার হিল ইকোপার্ক। ১৪ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে পার্কটি। কর্তৃপক্ষের আশা, পূর্বের তুলনায় অনেক বেশি দর্শনার্থীদের আকর্ষণ করবে নয়া রূপে সাজানো পার্কটি। বামনগোলা ব্লকের জগদলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাবর গ্রামে টাইগার হিল ইকোপার্কের মনোরম পরিবেশ পর্যটকদের টানে। শীতকালে পর্যটকেরা বনভোজন করেন সেখানে।
প্রায় ১৬ বিঘা জায়গা সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে টাইগার হিলকে। বিভিন্ন জীবজন্তুর মূর্তি দিয়ে সাজানো হয়েছে পার্ক চত্বর। দোলনা, জাম্পিং ফ্লোরসহ বিভিন্ন খেলার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য। পরিশ্রুত পানীয় জল, শৌচাগার-সহ অন্যান্য ব্যবস্থার দিকেও নজর দেওয়া হয়েছে। জলাশয় সংস্কার করা হয়েছে। পার্কে প্রবেশ মূল্য হবে ১০ টাকা। বনভোজন করতে আসা বিভিন্ন দলকে নির্দিষ্ট সামান্য টাকার বিনিময়ে পরিষেবা দেওয়া হবে।
সেন রাজার আমল থেকে বহু পুরনো জলাশয় রয়েছে এখানে। খরার সময়েও জলাশয়ের জল শুকোয় না। বিশেষ এই জলাশয় দেখতে বহু পর্যটকেরা ভিড় করেন। পর্যটকদের কাছে টাইগার হিল নামে এলাকাটি পরিচিতি পেয়েছে। সাজিয়ে তোলার পাশাপাশি পার্কে নিরাপত্তাকর্মী নিযুক্ত করা হয়েছে।