দেশ বিভাগে ফিরে যান

রক্ষকই ভক্ষক! সিমলায় ঘুষ নেওয়ার অভিযোগে পলাতক ED কর্তাকে খুঁজছে CBI, উদ্ধার প্রায় ১.১০ কোটি

December 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার কেন্দ্রীয় অনুসন্ধানকারী এজেন্সি সিবিআই ঘুষ নেওয়ার অভিযোগ পেয়ে হিমাচলপ্রদেশের সিমলায় আর এক কেন্দ্রীয় অনুসন্ধানকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসে অভিযান চালিয়ে ১.১০ কোটির বেশি নগদ উদ্ধার করেছে। অভিযোগ, ঘুষের টাকা নিজের বাড়ি এবং দপ্তরে গচ্ছিত রেখেছিলেন ওই ইডি কর্তা।

সূত্রের খবর, অভিযুক্ত ইডির সহকারী ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক পলাতক এবং তাঁর ভাইকে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় সিবিআই গ্রেপ্তার করেছে।

সিবিআই-এর অভিযানের পরে, ইডি তাদের সিমলা শাখা থেকে অন্তত তিনজন আধিকারিককে বদলি করেছে যেখানকার সহকারী ডিরেক্টর এখনও পলাতক রয়েছেন।

সিবিআই সূত্রের খবর , অভিযুক্ত ইডি কর্তার হেফাজত থেকে প্রথম দফার তল্লাশিতে পাওয়া গিয়েছিল ৫৪ লক্ষ টাকা। একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়। এর পর আরও ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় ছোটা সিমলার স্ট্রবেরি হিল্‌সের রানি ভিলায় সেই ইডি কর্তার বাড়ি থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI, #Shimla, #ED

আরো দেখুন