স্টপ-ড্রপ অ্যান্ড ইনফর্ম, টেলি কলার প্রতারণা রুখতে কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্টপ, ড্রপ অ্যান্ড ইনফর্ম। কলকাতা পুলিশের নতুন উদ্যোগ। টেলি কলার প্রতারণা রুখতে অভিনব এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আচমকাই ফোন করে কখনও বলা হচ্ছে ব্যাঙ্ক থেকে ফোন করছি। কখনও আবার বলা হচ্ছে গ্যাসের ডিলারশিপ থেকে। আসলে তার আড়ালে অনেকসময় থাকে প্রতারকদের চক্রান্ত। একবার তার ফাঁদে পড়লেই সর্বস্ব উধাও হয়ে যেতে পারে।
এই ধরনের সাইবার প্রতারণার ক্ষেত্রে পুলিশ যাতে সহজে চিহ্নিত করতে পারে সেজন্য এই উদ্যোগ। সচেতনতা বৃদ্ধি। প্রবীণদের সুরক্ষার জন্যও এই উদ্যোগ বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
স্টপ-ড্রপ ইনফর্ম বিষয়টি কী ?
কোনও অজানা নম্বর থেকে ফোন এলে সেখানে সাড়া দেওয়ার আগে থেমে যান।
কোনও কল সন্দেহজনক বলে মনে হলে সঙ্গে সঙ্গে তা রেখে দিন। এরপরই পুলিশে খবর দিন।
এবার জেনে নিন হেল্পলাইন নম্বর ১৯৩০। সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, https://cybercrime.gov.in
কলকাতা পুলিশের সাইবার পিএসের নম্বরটিও দেওয়া হয়েছে। সেই নম্বরটি হল- 983613000
প্রনাম হেল্পলাইন নম্বর- 9947795555
সেক্ষেত্রে সাইবার প্রতারকদের খপ্পড়ে পড়েছেন বলে মনে হলেই সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।
এদিকে সাইবার ক্রাইম রুখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকী ফোনের কলার টিউনেও এখন নানা বার্তা দেওয়া হচ্ছে।
ফোন এলেই শোনা যাচ্ছে, অজানা নম্বর থেকে পুলিশ, সিবিআই বা কাস্টমসের নাম করে কোনও ভিডিয়ো কল এলে সেই ফোনটি ধরবেন না। অযথা আতঙ্কিত না হয়ে টোল ফ্রি নম্বর ১৯৩০ ফোন করুন।