রাজ্য বিভাগে ফিরে যান

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, স্থগিত নাট্য পার্বণ

December 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়েও বালুরঘাটে বন্ধ হয়ে গেল তৃতীয় পর্বের নাট্য পার্বণ। বৃহস্পতিবার বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রে পাঁচ দিন দিনব্যাপী নাট্য পার্বণের সূচনা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ওই নাট্য পার্বণে ২০টি বেশি নাট্যদলের উপস্থিত হওয়ার কথা। বৃহস্পতিবার তিনটি নাট্য সংস্থা ইতিমধ্যেই নাটক মঞ্চস্থ করেছে। শুক্রবারও নাটক চলার কথা। এদিকে বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। তাই ওই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ৩ থেকে ৬ জানুয়ারি নাট্য পার্বণ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#balurghat, #festival begins, #West Bengal

আরো দেখুন