নেদারল্যান্ডস থেকে একজোড়া রেড পান্ডা এল দার্জিলিংয়ের চিড়িয়াখানায়
নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: প্রায় এক দশক পর বিদেশ থেকে একজোড়া রেড পান্ডা এল ভারতের কোনও চিড়িয়াখানায়। এখন তাদের ঠিকানা দার্জিলিং চিড়িয়াখানা। নেদারল্যান্ডসের এক চিড়িয়াখানা থেকে আড়াই বছরের দুটি পুরুষ রেড পান্ডা আনা হয়েছে বলে জানা গিয়েছে। এখন একমাস তাদেরকে আলাদা করে ‘কোয়ারেন্টাইন’-এ রাখা হবে। প্রজননের জন্য তাদের ব্যবহার করা হবে।
উল্লেখ্য, গোটা বিশ্বে একমাত্র দার্জিলিং চিড়িয়াখানাই হল রেড পান্ডার ‘কনজার্ভেশন ব্রিডিং সেন্টার’। সারা পৃথিবীতে যার সুনাম রয়েছে। চিড়িয়াখানায় পান্ডার জন্মের পর কিছুদিন রাখা হয়। তারপর একটা সময় পর তাদের নেওড়াভ্যালি বা সিঙ্গালিলা ন্যাশানাল পার্কে ছেড়ে দেওয়া হয়।
পান্ডাদের জিনগত বৈচিত্র্য বাড়ানোর জন্যেই বিদেশ থেকে একজোড়া পান্ডা আনা হয়েছে। জিনগত বৈচিত্র্য যত বাড়বে ততই সুস্থ, সবল বাচ্চার জন্ম হবে। বড় হওয়ার পর যখন তাদের ন্যাশানাল পার্কে ছাড়া হবে তখন তাদের প্রজননের মাধ্যমে আরও জিনগত বৈচিত্র্য নিয়ে জন্মাবে পান্ডারা। বিদেশ থেকে কোনও বন্যপ্রাণী আনা হলে বিনিময়ে সেই চিড়িয়াখানায় দেশের কোনও বন্যপ্রাণী পাঠাতে হয়। এক্ষেত্রে তা হয়নি বলে জানা যাচ্ছে।
নেদারল্যান্ডস থেকে আকাশপথে নিয়ে আসা হয়েছে পান্ডাদের। ২৭ ঘন্টার এই বিমান যাত্রায় দোহায় একবার বিমান বদল করা হয়েছে।