CPI(M)-র দলীয় নথিতে ফিরে এল ‘কংগ্রেস গুন্ডাদের’ কথা, ২০২৬-র আগে জোট জট আরও বাড়ল?
নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: মাস ছয়েক আগেই লোকসভা ভোট জোট বেঁধে লড়লেন অধীর-সেলিম। তারপর উপনির্বাচনে আবার ভিন্ন হওয়া। বছর আটেক আগে, ২০১৬ সালে দুই শত্রু হাত মিলিয়েছিল। রাজনীতি সম্ভাবনার শিল্প, তাই একদা প্রতিপক্ষদের বন্ধুত্ব বিস্মিত করলেও; মানুষ ভেবেছেন রাজনীতিতে এমন হয়। গত আট বছর দু-তিনবার আলটপকা মন্তব্য দুই শিবির থেকে উড়ে এলেও, সরাসরি দলের নথিতে কেউ কাউকে আক্রমণ করেনি। কিন্তু ডিসেম্বরে তাই হল। ফের ‘কংগ্রেসী গুন্ডাদের’ স্মৃতি ফেরালো সিপিএমের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন।
পূর্ব বর্ধমানের কালনায় শুক্রবার থেকে শুরু হয়েছে সিপিএমের জেলা সম্মেলন। সম্মেলনের প্রথম দিনে প্রকাশ্য সমাবেশের মঞ্চে দলের যে সব সদস্যরা ১৯৫৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিকভাবে খুন হয়েছেন বলে দাবি সিপিএমের, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল। সম্মেলনের জন্য বিলি করা লিফলেটে এমনভাবেই উল্লেখ করা হয়েছে। শনিবার দলের প্রভাতী মুখপত্রে সম্মলনের প্রতিবেদন সম্পর্কে লেখা হয়, “১৯৫৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত লড়াই সংগ্রামে কংগ্রেস, তৃণমূল ও বিজেপির গুন্ডাদের হাতে যে সব কমরেড শহিদের মৃত্যু বরণ করেছেন, তাঁদের পরিবারের অনেকেই এ দিন উপস্থিত হয়েছিলেন।”
২০১৬ সাল থেকে বাংলায় প্রায় নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়েছে সিপিএম। ২০১৯ ছাড়া। দলীয় নথিতে সাত দশকের কংগ্রেসী সময়কালকে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস বলে অভিহিত করত সিপিএম। কংগ্রেসের নাম উল্লেখ করা হত না। তা নিয়ে সিপিএমের অন্দরে প্রশ্ন উঠত। এবার তা ফিরে এল। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দলের প্রভাতী দৈনিকের সম্পাদক শমীক লাহিড়ী বলেছেন, “এর মধ্যে আলাদা করে তাৎপর্য খোঁজার কিছু নেই। ইতিহাসটা ইতিহাসই।”
কংগ্রেসও সিপিএমকে সাঁইবাড়ির কথা মনে করিয়েছে। সিপিএমের বিভিন্ন এরিয়া কমিটির সম্মেলনের আলোচনায় উঠে আসছে কংগ্রেসের সঙ্গে জোট করে লাভের লাভ কিছু হচ্ছে না। একাধিক জেলা সম্মেলনেও সেই প্রসঙ্গ উঠছে। এই আবহে পূর্ব বর্ধমানের জেলা সম্মেলন পুরনো শব্দবন্ধ ফিরে আনল। ২০১৬-তে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বড় বিতর্ক হয়েছিল সিপিএমে। রাজ্য কমিটির অধিকাংশ সদস্য কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে ছিলেন। উল্টো দিকে ছিলেন পূর্ব বর্ধমানের তৎকালীন সিপিএম জেলা সম্পাদক অমল হালদার, কলকাতার কল্লোল মজুমদারেরা। সেই পূর্ব বর্ধমানেই কংগ্রেস সম্পর্কে পুরনো শব্দবন্ধ ফিরিয়ে আনল সিপিএম। আরও দু-একটি জেলায় কংগ্রেস সম্পর্কে এমন কিছু লেখা হতে পারে। এক বছর পরই বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়বে, রাজ্য কংগ্রেস নেতৃত্বে বদল এসেছে। হাইকমান্ড এখন তৃণমূলের প্রতি নমনীয়, অধীর সরে গিয়েছেন। জোট কি থাকবে?