কলকাতা বিভাগে ফিরে যান

বর্ষবরণের রাতে শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে কীভাবে প্রস্তুতি নিচ্ছে লালবাজার?

December 29, 2024 | 2 min read

বর্ষবরণের রাতে শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে কীভাবে প্রস্তুতি নিচ্ছে লালবাজার?

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: বড়দিন কেটেছে নির্বিঘ্নেই এবার পালা বর্ষবরণের রাতের; মহানগরী কলকাতাকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে। বর্ষবরণের রাতে রাস্তায় নামে মানুষের ঢল। শহরের বুকে অপরাধের সংখ্যাও বাড়তে পারে সেই রাতে। বর্ষবরণের রাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে শহর কলকাতাকে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে, সে দিকে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ। শনিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে এমনই জানিয়েছেন শহরের পুলিশ কমিশনার মনোজ বর্মা।

বর্ষবরণে পার্ক স্ট্রিট বিশেষ নজর থাকবে। এছাড়াও রাতে মা উড়ালপুলে বাইক আরোহীদের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছেন নগরপাল। বর্ষবরণ উপলক্ষ্যে শহরের যেখানে যেখানে ভিড় হয়, যেমন চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। আইন মেনে বর্ষবরণ উৎসব পালনের আর্জিও জানান তিনি। মহিলা ও শিশুদের নিরাপত্তার দিকে যেমন নজর রাখা হবে তেমনই অসুস্থ, বয়স্ক বা অ্যাম্বুল্যান্সের যাতায়াতের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকেও কড়া নজর রাখা হবে পুলিশের তরফ থেকে। মত্ত অবস্থায় বা বেপরোয়াভাবে গাড়ি চালালে, জুটবে শাস্তি। শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি শহরজুড়ে সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। থাকবে অপরাধ দমন শাখার দল। শহরে ৫০টির বেশি জায়গায় স্পেশাল নাকা চেকিংয়ের বন্দোবস্ত থাকবে। এছাড়া বেশ কিছু জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে। উৎসবের মরশুমে মা উড়ালপুলে রাতে বাইক আরোহীদের ক্ষেত্রে ২৪ ঘণ্টার জন্য ছাড় দেওয়া হচ্ছে। তবে গতি মেনে চালাতে হবে। পার্ক স্ট্রিটের পাশাপাশি অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালাগুলিতে থাকবে কড়া নজর। পার্ক স্ট্রিটসহ ধর্মতলা চত্বরকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। একজন করে ডেপুটি কমিশনার প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকছেন। প্রত্যেকটি জোনে ডেপুটি কমিশনারের নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকছে।

কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স ও উইনার্স টিম মোতায়েন করা হচ্ছে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আসছে সেসব কন্ট্রোল রুম থেকে তদারকি করবেন লালবাজারের শীর্ষকর্তারা। মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া ও ময়দানে টহল দেবে কলকাতা পুলিশের উইনার্স টিম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Police, #new year celebration, #lalbazar, #security

আরো দেখুন