রাজ্য বিভাগে ফিরে যান

খেলোয়াড় থেকে রাজনীতিবিদ, বাংলার সেরা আয়করদাতার তালিকায় কারা? জেনে নিন

December 29, 2024 | 2 min read

খেলোয়াড় থেকে রাজনীতিবিদ, বাংলার সেরা আয়করদাতার তালিকায় কারা? জেনে নিন

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: আবারও রাজ্যের সেরা আয়করদাতার তালিকায় জায়গা করে নিলেন গায়ক অরিজিৎ সিং, দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনেকটাই বেড়েছে সৌরভের আয়। সেরা ১৫০ জন আয়করদাতার তালিকায় পড়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ। ২০২৩-২৪ অর্থবর্ষে অগ্রিম কর প্রদানের ভিত্তিতে তালিকা প্রস্তুত হয়েছে। আয়কর রিটার্ন দাখিলের পর তালিকার বদল হতে পারে।

কয়েক বছর যাবৎ কর্পোরেট ট্যাক্সের সঙ্গে পাল্লা দিয়ে টক্কর দিচ্ছে আম জনতার ব্যক্তিগত আয়কর। ২০২৩-২৪ অর্থবর্ষেও ব্যতিক্রম হয়নি। ব্যক্তিগত আয়করে উপচে উঠেছে রাজস্বের ভাণ্ডার। ব্যক্তিগত করদাতাদের তালিকায় বাংলায় শীর্ষে আছেন কুমারমঙ্গলম বিড়লা। তাঁর দেওয়া অগ্রিম করের অঙ্ক প্রায় ৬৬ কোটি ৮০ লক্ষ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তিনি তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।

এবারে অগ্রিম করদাতার তালিকায় বাঙালি হিসাবে প্রথম নাম রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সামগ্রিক তালিকায় তিনি আট নম্বরে জায়গা পেয়েছেন। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর নাম ছিল ৪৫ নম্বরে। সেবার তিনি সাড়ে ১১ কোটি টাকার অগ্রিম কর মিটিয়েছিলেন। এবার তা বেড়ে ১৭ কোটি ৭৪ লক্ষ টাকায় পৌঁছেছে। ২০২২-২৩ অর্থবর্ষে করদাতার তালিকায় চার নম্বরে থাকা অরিজিৎ সিং এবার একটু পিছিয়ে গিয়েছেন। তিনি চলে গিয়েছেন ৯ নম্বরে। তাঁর অগ্রিম কর দেওয়ার অঙ্ক ১৭ কোটি ১৫ লক্ষ টাকা।

সেরা আয়করদাতাদের তালিকায় বিগত কয়েক বছর ধরেই তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম থাকছে। গত অর্থবর্ষে তিনি অগ্রিম কর বাবদ মিটিয়েছিলেন প্রায় ২.১ কোটি টাকা। রিটার্ন জমা দেওয়ার সময় অবশ্য সেই অঙ্ক আরও বাড়ে। এবার তিনি অগ্রিম কর জমা করেছেন ২ কোটি ৬১ লক্ষ টাকা। এবার তালিকার সেরা দেড়শোয় জায়গা করে নিয়েছেন। তালিকায় জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন আইনজীবী, বাঙালি ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী। রুপোলি জগতের কারও নাম নেই তালিকায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Income tax, #players, #Income Taxpayers, #Politicians

আরো দেখুন