রাজ্য বিভাগে ফিরে যান

সোমবার সন্দেশখালি যাচ্ছেন মমতা, রয়েছে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি

December 29, 2024 | < 1 min read

সোমবার সন্দেশখালি যাচ্ছেন মমতা, রয়েছে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। ফাইল ছবি

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: আগেই কথা দিয়েছিলেন, এবার কথা রাখার পালা। লোকসভা ভোট জেতার প্রায় ছ’মাসের মাথায় সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে তাঁরা। অনুষ্ঠানটি সন্দেশখালির অরবিন্দ মিশন মাঠে আয়োজিত হয়েছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন। সভাস্থলের পাশে হেলিপ্যাড করা হয়েছে। মূল মঞ্চ থেকে সোমবার মানুষের হাতে একগুচ্ছ পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মূলত মহিলাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন। কন্যাশ্রী, রুপশ্রী সবুজসাথী সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রদানের সূচি রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, জমির পাট্টা সহ নানান ধরনের পরিষেবা রয়েছে তালিকায়। মৎস্যজীবীদের হাতে মাছচাষের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবেন মুখ্যমন্ত্রী। জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোকসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল। বাংলায় পদ্ম ফোটাতে সন্দেশখালি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। কিন্তু ভোট বাক্সে লাভ হয়নি। ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জেতার পর তিনি সন্দেশখালি আসবেন। মানুষের কথা শুনবেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেতে সন্দেশখালির সাধারণ মানুষ মুখিয়ে রয়েছেন। কেউ কেউ বলছেন, মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা নানান দাবিতে দরবার করবেন। সন্দেশখালি এখন শান্ত। মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে দাবি শুনুন, এটাই আর্জি সন্দেশখালিবাসীর। মানুষ খুবই উৎসুক। মুখ্যমন্ত্রীর সফরকে সন্দেশখালিতে কেন্দ্র করে সাজ সাজ রব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Government of West Bengal, #Sandeshkhali, #programme

আরো দেখুন