চব্বিশের লোকসভা ভোটে গোনা হয়নি সাড়ে ১০ লক্ষ ভোট! তাতেই কি মসনদের পালাবদল হত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছর আঠারোতম লোকসভা নির্বাচনে ভোটের হার কমেছে। ভোটদাতার সংখ্যা বেড়েছে কয়েক কোটি। কমিশন জানিয়েছে, চব্বিশের লোকসভা নির্বাচনে সব মিলিয়ে প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট গোনা হয়নি। কোনও না কোনও কারণ দর্শিয়ে হয় ওই বিপুল সংখ্যক ভোটকে বাতিল, না-হয় ত্রুটিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে ভোটদানের হার সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। নথিভুক্ত ভোটার সংখ্যা ছিল প্রায় ৯৭ কোটি ৯৮ লক্ষ। ২০১৯ সালের তুলনায় ৭.৪৩ শতাংশ বেশি। প্রায় ৬৪ কোটি ৬৪ লক্ষ ভোটার ভোট দিয়েছেন। চূড়ান্ত ভোটের হার ৬৫.৯৭৮ শতাংশ। উদ্বেগজনকভাবে ২০১৯ এবং ২০১৪ সালের তুলনায় ভোটের হার কম। কমিশনের তথ্য বলছে, প্রায় ১০.৫৮ লক্ষ ভোট গোনা হয়নি। যার মধ্যে প্রায় পৌনে ১০ হাজার ভুয়ো ভোটার হিসাবে ধরা পড়ে। প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট ত্রুটিপূর্ণ, নয় নিয়ম বহির্ভূত হিসাবে চিহ্নিত হয়েছে। এই বিপুল ভোট বাতিল না-হলে ফলাফল কি বদলে যেত?
লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০ পারের স্লোগান দিয়েও ২৯৫ আসনে থেমেছে। একা বিজেপি জেতে ২৪০ আসনে। বিরোধী ইন্ডিয়া জোট জিতে নেয় ২৩০টি আসন। শরিকদের নিয়ে সরকার চালাচ্ছেন মোদী। অন্যদিকে বাংলায় বিজেপিকে উড়িয়ে ২৯ আসনে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। এখানেই প্রশ্ন উঠছে বাতিল সাড়ে দশ লক্ষ ভোট কতটা প্রভাব ফেলেছে মোদীর কামব্যাকে?