এক ক্লিকেই জানা যাবে গাছের নাম, বয়স, উপকারিতা! অভিনব উদ্যোগ বটানিক্যাল গার্ডেনে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার গাছ কেনা আরও সহজ। গাছের নাম, বয়স, কার্যকারিতা সহ নানান তথ্য জানা যাবে এক ক্লিকে। কিউআর কোডের মাধ্যমে দর্শকদের গাছ চেনাতে উদ্যোগী হয়েছে হাওড়া শিবপুরের বটানিক্যাল গার্ডেন। গাছের সঙ্গে থাকছে কিউআর কোড। তা স্ক্যান করলেই সকলে সংশ্লিষ্ট গাছ সম্পর্কে তথ্য মিলবে।
১৭৮৭ সালে এশিয়ার বৃহত্তম উদ্ভিদ উদ্যান স্থাপন করেছিলেন কর্নেল রবার্ট কিড। বহু প্রজাতির গাছ রয়েছে এখানে। ‘গ্রেট ব্যানিয়ন ট্রি’ ছাড়াও বৃহৎ জল পদ্ম, জোড়া নারকেল, কল্প বৃক্ষ, সাদা ও লাল চন্দনের মতো গাছ রয়েছে উদ্যানে। ঘুরতে আসা অনেকেই জানেন না কোনও গাছের কী নাম বা কী গুনাগুণ। শিক্ষামূলক ভ্রমণে আসা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কিউআর কোডের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই পাঁচ হাজার গাছে কিউআর কোড লাগানো হয়েছে। আগামী মার্চের মধ্যে সমস্ত গাছে কিউআর কোড লাগানোর পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে একইভাবে কিউআর কোডের মাধ্যমে গাছ চেনানোর উদ্যোগ নিয়েছে চন্দননগর পুরনিগম। প্রথম পর্যায়ে গাছ চিহ্নিতকরণের কাজ চলছে বলে জানা গিয়েছে।