২৯তম রাজ্য যাত্রা উৎসব শুরু হতে চলেছে ৩১ জানুয়ারি
নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: শুরু হতে চলেছে ২৯তম রাজ্য যাত্রা উৎসব। ৩৫ দিন ব্যাপী যাত্রা উৎসবের উদ্বোধন হবে ৩১ জানুয়ারি বিকেলে উত্তর ২৪ পরগনার বারাসতের কাছারি ময়দানে। সেখানে অনুষ্ঠান চলবে এক ফেব্রুয়ারি পর্যন্ত। ৩১ জানুয়ারি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের একাধিক সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও যাত্রা জগতের দিকপালরা উপস্থিত থাকবেন।
রবীন্দ্রসদনে উৎসব চলবে দুই থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত। পাঁচ ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত উত্তর কলকাতার বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে চলবে একমাস ব্যাপী উৎসব। রবীন্দ্রসদনের একতারা মুক্ত মঞ্চে ‘৫০০ বছর পেরিয়ে বাংলার জয়যাত্রা’ শীর্ষক এক প্রদর্শনী থাকবে। আলোচনা সভা ও যাত্রার গান থাকছে।
বাগবাজার যাত্রা মঞ্চে একমাস ব্যাপী যাত্রা উৎসবকে ঘিরে থাকছে প্রতিদিন দুপুরে যাত্রার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। তাতে অংশ নেবেন যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্টরা। চিৎপুর ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার অপেরার পালা উৎসবে অনুষ্ঠিত হবে। প্রতিদিন হল থেকে বিভিন্ন মূল্যের টিকিট মিলবে। যাত্রা মঞ্চের বাইরে রাজ্য যাত্রা আকাদেমির বিভিন্ন পত্র‑পত্রিকার স্টল থাকবে।