পাসপোর্ট জালিয়াতি রুখতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য সরকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাথাচাড়া দিয়েছে জাল পাসপোর্ট বানানোর কারবারিরা। ভুয়ো আধার, ভোটার কার্ডের সাহায্যে তৈরি হচ্ছে হাজার হাজার পাসপোর্ট। আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। পাসপোর্ট জালিয়াতি রুখতে বিশেষ অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। অ্যাপ চালু হলে যাবতীয় নথি ভেরিফিকেশন হবে অনলাইনেই। তারপর আবেদনকারীর বাড়িতে যাবে পুলিশ। আবেদনকারীর পাশাপাশি নিজের ছবিও তুলবেন দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী।
জানা গিয়েছে, পাসপোর্টের জন্য জমা দেওয়া আধার জাল কি না, তা পরীক্ষা করার জন্য আধার কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ চুক্তি করা হয়েছে। অ্যাপের মাধ্যমেই আধার স্ক্যান করা যাবে। তৎক্ষণাৎ জেনে নেওয়া যাবে নথি জাল না-কি আসল। অ্যাপ চালু হলে প্রতারকরা আর কোনওভাবেই ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর সুযোগ পাবে না বলে আশাবাদী রাজ্য প্রশাসন। পাসপোর্ট তৈরির কাজে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের কোথায় কোথায় গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নগরপাল। সমস্ত ত্রুটি শুধরে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
পাসপোর্ট সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের দায়িত্বে থাকেন স্থানীয় থানার একজন নোডাল অফিসার। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কী কী গাইডলাইন মেনে চলতে হবে, সে সম্পর্কে বিশেষ নির্দেশ দিয়েছে লালবাজার। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গেও কথা বলা হয়েছে বলে জানিয়েছেন কলকাতার নগরপাল।