দেশ বিভাগে ফিরে যান

কুম্ভমেলায় এবার প্রথম ব্যবহার করা হবে আন্ডারওয়াটার ড্রোন

December 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমে শুরু হচ্ছে কুম্ভমেলা। চলবে ৪৫ দিন। দেশ-বিদেশ থেকে অন্তত ৪০ কোটি পুণ্যার্থী আসবেন বলে মনে করা হচ্ছে।

কুম্ভমেলার ইতিহাসে এই প্রথম ব্যবহার করা হবে আন্ডারওয়াটার ড্রোন। সেইসঙ্গে নজরদারির জন্য থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ২,৭০০ ক্যামেরা। পুণ্যার্থীদের জন্য সুরক্ষা-নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রবেশ পথে থাকবে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তি। অনলাইনেও যে কোনও রকম বিপদ এড়াতে প্রস্তুত থাকছে প্রশাসন। সাইবার হানা ঠেকাতে ৫৬ জন বিশেষজ্ঞের একটি টিম তৈরি করা হয়েছে। এছাড়া, প্রতিটি থানায় থাকবে সাইবার হেল্প ডেক্স। গোটা ‘মহাকুম্ভ নগর’-কেই গুগল ম্যাপের আওতায় আনা হচ্ছে। এতে মেলায় হারিয়ে যাওয়ার সমস্যাও অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় সমাগমের প্রস্তুতি নিয়ে রবিবার একটি বিবৃতি প্রকাশ করেছে সংস্কৃতি মন্ত্রক। সেখানেই বিভিন্ন সুযোগ-সুবিধা ও পরিষেবার বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্ডারওয়াটার ড্রোনের মাধ্যমে জলের তলায় ১০০ মিটার পর্যন্ত নজরদারি চালানো যাবে। মেলাপ্রাঙ্গণে যাতায়াতের সুবিধার জন্য ৯২টি রাস্তা সংস্কার ও ১৭টির সৌন্দর্যায়ন করা হচ্ছে। এছাড়া তৈরি হচ্ছে ৩০টি পুন্টুন ব্রিজ। তারমধ্যে ২৮টির কাজ শেষ। মন্ত্রক জানিয়েছে, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেলাকে কেন্দ্র করে সেজে উঠছে ‘মহাকুম্ভ নগর’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kumbh Mela, #kumbha mela, #underwater drone

আরো দেখুন