রাজ্য বিভাগে ফিরে যান

কাঁথির সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে বিজেপির আবেদন খারিজ করল হাইকোর্ট

December 31, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কাঁথির সমবায় ব্যাঙ্কের ভোট বাতিল নিয়ে বিজেপির আবেদনে এখনই হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। কারচুপির অভিযোগ এনে সোমবার শীত অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল বিজেপি। তাদের সেই আর্জি খারিজ করে বিচারপতি শম্পা দত্ত(পাল) জানিয়েছেন, দ্রুত শুনানির প্রয়োজন নেই। নিয়মিত বেঞ্চেই আবেদনের শুনানি হবে। ভোটে ব্যবহৃত সিসি ক্যামেরা ফুটেজ-সহ যাবতীয় নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত। তবে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই সিসি ক্যামরা ফুটেজ-সহ সমস্ত নথি সংরক্ষিত রয়েছে।

হাইকোর্টের এদিনের এই নির্দেশের পর বিজেপি মস্তবড় ধাক্কা খেল বলে রাজনৈতিক মহল মনে করছে। এদিকে, আগামী ৩১ জানুয়ারি কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন রয়েছে। মোট ১৫ জন ডিরেক্টর নির্বাচিত হবেন। ১০৮ জনের মধ্যে কারা ডিরেক্টর পদে আসবেন তা নিয়ে কাঁথি সহ গোটা জেলাজুড়ে চর্চা তুঙ্গে।

সুপ্রিম কোর্টের নির্দেশে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে পাঁচটি কেন্দ্রে আধা সেনা নিয়ে ভোট হয়। সর্বোচ্চ আদালতের নির্দেশে ওই পাঁচ কেন্দ্রে ভোটারদের বাড়ি থেকে আসা যাওয়ার ব্যবস্থা করেছে সমবায় দপ্তর। এছাড়াও ১৪টি ভোটগ্রহণ কেন্দ্রেই প্রায় ৩০০ সিসি ক্যামেরায় নজরদারিতে ভোট হয়েছে। ভোট নিয়ে বড় কোনও অশান্তি হয়নি। ১০৮ আসনের মধ্যে বিজেপির প্রাপ্তি মাত্র চার। এই অবস্থায় ভোট চলাকালীন গণ্ডগোল হয়েছে বলে সওয়াল করে ভোট বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন শঙ্কর বেরা-সহ ৫১ জন বিজেপি সমর্থিত পরাজিত প্রার্থী। শঙ্কর একসময় এগরা পুরসভার চেয়ারম্যান ছিলেন।

গত ১৫ ডিসেম্বর কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডেলিগেট নির্বাচন হয়ে গিয়েছে। ১০৮ জন নির্বাচিত ডেলিগেট ১৫ জন ডিরেক্টর নির্বাচিত করবেন। আগামী ৩১ জানুয়ারি ডিরেক্টর নির্বাচন হবে। ব্যাঙ্কের পক্ষ থেকে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এজন্য নিয়ম অনুযায়ী, ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র তোলা ও জমা, প্রার্থী তালিকা প্রকাশ, ভোটগ্রহণ সব প্রক্রিয়া সব পদ্ধতি নেওয়া হবে। আগামী ১৩ জানুয়ারি ডিরেক্টর পদের জন্য মনোনয়ন তোলা যাবে। পরদিন জমা হবে। ১৬ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। ৩১ জানুয়ারি ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট হবে। ভোট শেষ হওয়ার পর গণনা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Contai, #Kanthi, #Contai Cooperative Bank Election

আরো দেখুন