← রাজ্য বিভাগে ফিরে যান
নতুন বছরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা? দেখে নিন ২০২৫ সালের ছুটির তালিকা
মানস মোদক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিদায় ২০২৪। স্বাগতম ২০২৫। নতুন বছরে নতুন করে শুরু হবে আনন্দ-উৎসব-হুল্লোড়। তবে এর জন্য চাই ছুটি। কারণ ফুরফুরে মেজাজে একটু ঘুরু ঘুরু কে না চায় বলুন। প্রিয় মানুষ বা পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটানোর মজাটাই আলাদা। যদিও ২০২৫ সালে সরকারি ছুটির এক চতুর্থাংশই পড়বে সাপ্তাহিক দিনেই। যার মধ্যে শনিবার বা রবিবারে রয়েছে ৬টি ছুটি। তাই আগে থেকেই তাহলে প্ল্যান করে নিন কোন দিনে কোথায় ঘুরতে যাবেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালের ছুটির তালিকা।
সাপ্তাহিক রবিবারের মধ্যে ছুটি পড়েছে
- ২৬ জানুয়ারি – প্রজাতন্ত্র দিবস
- ৬ এপ্রিল – রাম নবমী
- ৬ জুলাই – মহরম।
সাপ্তাহিক শনিবারের মধ্যে ছুটি পড়েছে
- ৭ জুন – বকরি ইদ
- ৯ অগস্ট – রাখিবন্ধন
- ১৬ অগস্ট – জন্মাষ্টমী।
সোমবারে ছুটি পড়েছে
- ৩১ মার্চ – ইদ-উল-ফিতর
- ১৪ এপ্রিল – ডক্টর ভীমরাও আম্বেদকর জয়ন্তী
- ১২ মে – বুদ্ধ পূর্ণিমা
- ২০ অক্টোবর – দীপাবলি
একটানা ছুটি পড়েছে
- ১৩ মার্চ – বৃহস্পতিবার হোলিকা দহন
- ১৪ মার্চ – শুক্রবার হোলি,
- তারপর সপ্তাহান্ত (শনি এবং রবিবার) মিলিয়ে মোট চার দিন।
- ১৫ অগস্ট শুক্রবার – স্বাধীনতা দিবস
- ১৬ অগস্ট, শনিবার – জন্মাষ্টমী
- ১ অক্টোবর, বুধবার – শারদ নবরাত্রির মহানবমী
- ২ অক্টোবর, বৃহস্পতিবার – গান্ধি জয়ন্তী, এবং বিজয়া দশমী।
- ২০ অক্টোবর – দীপাবলি।
- তবে ২১ অক্টোবর কর্মদিবস থাকবে।
- ২২ অক্টোবর – গোবর্ধন পুজো।
- ২৩ অক্টোবর – ভাইফোঁটা।
অন্যান্য উল্লেখযোগ্য ছুটি
- ১৪ জানুয়ারি – হজরত আলির জন্মদিন
- ২৬ ফেব্রুয়ারি – মহাশিবরাত্রি
- ১০ এপ্রিল – মহাবীর জয়ন্তী
- ৫ নভেম্বর – গুরু নানক জয়ন্তী/কার্তিক পূর্ণিমা
- ২৫ ডিসেম্বর – বড়দিন।