বাংলার পুরোহিত ভাতার আদলে দিল্লির পুরোহিত,গুরদোয়ারার গ্রন্থিদের ভাতার ঘোষণা কেজরিওয়ালের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার দেখাদেখি এবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) শাসিত দিল্লির সরকারও ঘোষণা করল পুরোহিত ভাতা। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে AAP প্রায় প্রতিদিন কোন না কোন নতুন প্রকল্পের ঘোষণা করছে AAP যার অনেকগুলো প্রকল্পই ভাতা নির্ভর।
সোমবার দিল্লির শাসক দল আপের প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ঘোষনা করেছেন, যদি AAP আবার দিল্লিতে ক্ষমতায় আসে তাহলে মন্দিরের পুরোহিত এবং গুরদোয়ারার গ্রন্থিদের মাসে ১৮ হাজার টাকা ভাতা দেবে সরকার।
কেজরিওয়াল বলেছেন, ‘‘পুরোহিত এবং গ্রন্থিরা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তারা বংশ পরমপরায় কাজ করে চলেছন। এই প্রকল্প তাদের সম্মান জানানোর জন্য।’’
প্রসঙ্গত, ২০১২ সালে পশ্চিমবঙ্গে রাজ্যসরকার প্রথমে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা ঘোষণা করে এবং তারপর, ২০২০-র অক্টোবর থেকে পুরোহিতদেরও মাসিক ভাতার ঘোষণা করে।
প্ৰতি মাসে সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হত। ভাতা বাড়ার ফলে এখন পুরোহিতরা মাসে দেড় হাজার টাকা পেয়ে থাকেন।