নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি। আগামী দুই দিন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বিভিন্ন জেলাতে। শীতের আমেজ কিছুটা বাড়লেও, বর্ষবরণে জাঁকিয়ে শীত পড়ছে না।
উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে বর্ষবরণে। আজও দুই জেলায় দৃশ্যমানতা কমবে ২০০ মিটারের কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ তাপমাত্রা ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দুগরি থাকবে।