← বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত ‘বাঘা যতীন’ খ্যাত পরিচালক অরুণ রায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চলে গেলেন “হীরালাল সেন”, “৮/১২”, “বাঘা যতীন” খ্যাত পরিচালক অরুণ রায়। ক্যানসার বাসা বেঁধেছিল সদ্যপ্রয়াত পরিচালকের শরীরে।এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন অরুণ রায়।
জানা যাচ্ছে দুপুর ১টার সময়েপ্রয়াত পরিচালকের মরদেহ তাঁর হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে,বেলা ১.৩০ নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে।