বিবিধ বিভাগে ফিরে যান

দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি, কল্পতরু উৎসবে উপচে পড়ল ভিড়

January 2, 2025 | < 1 min read

দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি, কল্পতরু উৎসবে উপচে পড়ল ভিড়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইংরেজি বছরের প্রথম দিনে কার্যত জনসমুদ্রে পরিণত হল দক্ষিণেশ্বর। ভবতারিণীকে দর্শনের জন্য ভোর রাত থেকে লাইন পড়েছিল। পুজো দেন লক্ষ লক্ষ ভক্ত। পাশাপাশি কল্পতরু উৎসবে ভক্তদের ঢল নেমে ছিল বেলুড় মঠেও। এক লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছিল বেলুড় মঠে। কাশীপুর উদ্যানবাটিতেও কল্পতরু উৎসব উপলক্ষ্যে ভিড় উপচে পড়েছিল। তিন জায়গায় জনস্রোত সামাল দিতে
হিমিশিম খেতে হয়েছে কর্তৃপক্ষদের।

দক্ষিণেশ্বরের রাত তিনটে থেকে লাইন দিয়েছিলেন ভক্তরা। লাইন এক সময় বালি ব্রিজ ছাড়িয়ে যায়। মন্দির চত্বরে তৈরি ছিল পুলিশের হেল্প ডেক্স। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সাদা পোশাকের পুলিশ, অ্যাম্বুলেন্স-সহ একাধিক ব্যবস্থা মোতায়েন ছিল। কড়া প্রহরার কারণে বড় রকমের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাহায্যপ্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজো দিতে এসেছিলেন।

এদিন বেলুড় মঠে প্রায় ৫০ হাজার ভক্ত ও দর্শনার্থীকে প্রসাদ বিতরণ করে মঠ কর্তৃপক্ষ। ভিন রাজ্য থেকেও প্রচুর দর্শনার্থী এসেছিলেন মঠে। চিৎপুর থানার দিকে ও বরানগর বাজারের দিকে দু’টি পৃথক লাইন শুরু হয়। বেলা যত বাড়ে লাইন ক্রমে দীর্ঘ হয়। আজ ও আগামীকাল ধর্মীয় আলোচনা ও পুজো হবে। সন্ধ্যায় যাত্রাপালা হবে। কাশীপুর রামকৃষ্ণ মহাশ্মশানেও এদিন যথাযোগ্য মর্যাদায় কল্পতরু উৎসব পালিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Belur Math, #Dakshineshwar Temple, #Kalpataru Utsab, #Kashipur Udyanbati, #Crowds

আরো দেখুন