রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার জয়ে মিলবে পুরস্কার, সন্তোষজয়ীদের জন্য সরকারি চাকরির ঘোষণা মমতার

January 2, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাংলার ফুটবলে মিলবে সন্তোষজনক পুরস্কার। ৮ বছর পর সন্তোষ ট্রফি জেতার পুরস্কার ঘোষণা করলেন মমতা। নতুন বছরের শুরুতে আজ বৃহস্পতিবার সন্তোষ ট্রফি জয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জয়ী দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি। টিমের সঙ্গে ছবিও তোলেন তিনি।

বৃহস্পতিবার নবান্ন সভাঘরে সন্তোষজয়ী ফুটবলাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দলের প্রত্যেক সদস্যের হাতে বিশেষ উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। তারপরবিশেষ আর্থিক প্যাকেজসহ জয়ী দলের প্রত্যেক সদস্যকে সরকারি চাকরি দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ট্রফিজয়ী দলের জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা বলেন তিনি। তিনি এদিন বলেন যে, ফুটবলারদের এমন চাকরি দেওয়া হবে যাতে তাঁরা খেলাতেই বেশি করে মন দিতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Govt Job, #Santosh Trophy, #Bengal team, #West Bengal

আরো দেখুন