বছরের শুরুতেই মহাকুম্ভ, প্রস্তুতি চলছে জোর কদমে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৫-এর শুরুতেই মহাকুম্ভ অনুষ্ঠিত হবে প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি চলবে মেলা। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গমস্থল প্রয়াগরাজ। সেখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মেলা পরিচালনা করতে যোগীর প্রশাসনের ব্যস্ততা এখন তুঙ্গে। পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার সবরকম আয়োজন করা হচ্ছে। ২০১৯ সালে অর্ধকুম্ভ মেলায় ৩২ কোটি ভক্তের সমাগম হয়েছিল প্রয়াগরাজে। এবারের মহাকুম্ভে সেই সংখ্যা ৪০ কোটি পেরিয়ে যাবে বলে আশা যোগীর প্রশাসনের।
গত দু’মাস ধরে চলছে বিশ্বের বৃহত্তম মেলার প্রস্তুতি। পরিকাঠামো থেকে নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই ঢেলে সাজানো হচ্ছে। কোটি কোটি পুণ্যার্থীদের কথা মাথায় রেখে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ১ লক্ষ ৬০ হাজার তাঁবু ও দেড় লক্ষের বেশি শৌচাগার। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মেলা প্রাঙ্গণে নিযুক্ত থাকবেন ১৫ হাজারের বেশি সাফাইকর্মী। এছাড়াও ১২৫০ কিলোমিটার দীর্ঘ জলের পাইপলাইন, ৫০ হাজার পানীয় জলের সংযোগ, ৬৭ হাজার এলইডি লাইট, দু’হাজার সোলার লাইট, ২০০টি এটিএম এবং পরিবেশ সুরক্ষায় ৩ লক্ষের বেশি গাছের চারা বসানোর কাজ সম্পন্ন হয়েছে। মেলা প্রাঙ্গণে আসার জন্য ৯০টি রাস্তার সংস্কার, স্নানের জন্য ১২টি অস্থায়ী ঘাটও তৈরি হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় ১২টি অস্থায়ী রাস্তা এবং সাতটি বাসস্ট্যান্ড নির্মাণও সম্পন্ন করে ফেলেছে প্রশাসন। আলাপনা এঁকে সাজানো হয়েছে রাস্তাঘাট। এছাড়াও ১০০ শয্যার এবং ২০ বেডের দু’টি সাব-সেন্টার হাসপাতালও তৈরি হয়েছে সেখানে।