ISL: তিন গোলে হায়দ্রাবাদ বধ, জয় দিয়েই বছর শুরু বাগানের
মোহনবাগান: ৩ (স্তেফান-আত্মঘাতী, অলড্রেড, কামিংস)
হায়দ্রাবাদ এফসি: ০
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন বছরের প্রথম ম্যাচ। ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে জয় দিয়ে বর্ষবরণ করল বাগান শিবির। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দ্রাবাদ এফসিকে তিন গোলে হারিয়ে লিগে শীর্ষস্থান মজবুত করল মোহনবাগান।
ম্যাচের ৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাগান শিবির। লিস্টন কোলাসোর পাস থেকে গোল লক্ষ্য করে শট নেন সাহাল আবদুল সামাদ। ৪১ মিনিটে হয় দ্বিতীয় গোল। টম অলড্রেডের মাথা ছুঁইয়ে জালে জড়িয়ে যায় বল।
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি দেন মোহনবাগানের কামিংস। ৩ মিনিটের মাথায় অবশ্য একটি সহজ সুযোগ হাতছাড়া করেন রডরিগেজ। শেষ পর্যন্ত ৩-০ বাগানের কাছে পরাজিত হয় হায়দ্রাবাদ। এদিনের জয়ে গ্যালারিতে সবুজ-মেরুন সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।