বর্ডার-গাভাস্কর সিরিজে আগুনে ফর্মে বুমরাহ, কোন রেকর্ড গড়লেন এই পেসার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ডার-গাভাস্কর সিরিজে আগুনে ঝরাচ্ছেন যশপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাস্কর সিরিজের এখনও পর্যন্ত চার টেস্টে ৩০টি উইকেট শিকার করেছেন তিনি। মেলবোর্নে টিম ইন্ডিয়া হারলেও বুমরাহ নিয়েছিলেন ৯টি উইকেট। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন তিনি। গড়লেন এক নতুন রেকর্ড। ভারতীয় বোলারদের র্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বাধিক রেটিং পয়েন্টে পৌঁছনর কীর্তি এখন বুমরাহের দখলে। ২০১৬-র ডিসেম্বরে রবিচন্দ্রন অশ্বিনের গড়া ৯০৪ পয়েন্টের রেকর্ড ভেঙেছেন বুমরাহ। বুমরাহ এখন ৯০৭ রেটিং পয়েন্টে দাঁড়িয়ে। সার্বিকভাবে সবচেয়ে বেশি রেটিং ৯৩২ পয়েন্ট আর্জনের বিশ্বরেকর্ড রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন পেসার সিডনি বার্নসের দখলে। পরের তিনটি স্থানে যথাক্রমে জর্জ লোমান ৯৩১, ইমরান খান ৯২২ ও মুত্তাইয়া মুরলীধরন ৯২০। বুমরাহ এক নম্বরে উঠে আসতেও পারেন।
তাঁর পরেই আছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৩। দ্বিতীয় স্থানাধিকারীর থেকে ৬৪ পয়েন্ট উপরে রয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৮৩৭ পয়েন্ট নিয়ে রয়েছেন তিন নম্বরে। বুমরাহ বাদে ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র রবীন্দ্র জাদেজা। ৭৫০ পয়েন্ট নিয়ে তিনি দশম স্থানে আছেন। বর্ডার-গাভাস্কর ট্রফির এক সিরিজে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার ক্ষেত্রে মাত্র তিনটি উইকেট দূরে রয়েছেন তিনি। রেকর্ডটি আপাতত হরভজন সিংয়ের দখলে রয়েছে। ২০০১ সালে ৩২টি উইকেট নিয়েছিলেন তিনি। বুমরাহর দখলে আপাতত রয়েছে ৩০টি উইকেট।