আলু ভুজিয়া, আইসপ্যাক, কন্ডোম! New Year’s Eve-এ আর কী কী অর্ডার করল ভারতীয়রা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষবরণের রাতে দেশজুড়ে উচ্ছ্বাস চলল। সারারাত ধরে বন্ধু, বান্ধব, আত্মীয়দের নিয়ে হুল্লোড়ে মেতে রইলেন মানুষজন, পাশাপাশি অনলাইন অ্যাপ থেকে অর্ডার দিলেন প্রয়োজনীয় সামগ্রী। বর্ষবরণের রাতে, অ্যাপগুলি থেকে সবথেকে বেশি অর্ডার হয়েছে আঙুর, কন্ডোম, কোক ও চিপস। ব্লিঙ্কিট, সুইগি, বিগ বাস্কেটের মতো অ্যাপগুলি তেমনটাই জানিয়েছে।
ব্লিঙ্কিটের যুগ্ম প্রতিষ্ঠাতা অলবিন্দর ধিন্দসা সমাজ মাধ্যমে জানিয়েছেন, ৩১ ডিসেম্বর রাতে তাঁদের সংস্থা ২.৩ লক্ষ আলু ভুজিয়ার প্যাকেট ও ৬৩৮৪ প্যাকেট আইস কিউব গ্রাহকদের সরবরাহ করেছে। কন্ডোমের বিপুল চাহিদার কথাও তিনি উল্লেখ করেছেন। বছরের শেষ দিনে নজড় কেড়েছে আঙুরের বিক্রি। ব্লিঙ্কিটের পাশাপাশি সুইগি ইনস্টামার্ট জানিয়েছে ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সময় প্রতি মিনিটে ৮৫৩ প্যাকেট চিপস অর্ডার হয়েছে। ব্যাপক হারে কাপ প্লেটের অর্ডারও হয়েছে।