খেলা বিভাগে ফিরে যান

সিডনিতে বুমরাহের নেতৃত্বে দেখা গেল ভারতীয় দলের অচেনা চেহারা

January 3, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ডার-গাওস্কর সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে ভারত। সিরিজের শেষ টেস্টে রোহিতের বদলে ভারতকে নেতৃত্ব দিতে নামেন জসপ্রীত বুমরাহ। টস জিতে ভারত শুরুতে ব্যাট করতে নামে। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৭২.২ ওভারে ১৮৫ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ সিরিজ়ের শেষ টেস্টের প্রথম ইনিংসে আবার ব্যাটিং ব্যর্থতা ভারতের।

সিডনি টেস্টের শুরু থেকেই বিতর্ক তাড়া করছে মেন ইন ব্লুকে। রোহিত শর্মা বিশ্রাম নিয়েছেন নাকি খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন, সেই নিয়ে চলছে জোর তরজা। শুক্রবার জশপ্রীত বুমরাহর নেতৃত্বে মাঠে নামে ভারতীয় দল। রোহিতের পরিবর্তে দলে ফেরেন শুভমান গিল। তিন থেকে ফের ওপেনিংয়ে পাঠানো হয় রাহুলকে। পিঠের সমস্যায় ভুগতে থাকা আকাশ দীপের বদলে প্রথম একাদশে জায়গা পান প্রসিদ্ধ কৃষ্ণ।

ফর্মে থাকা দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল এদিন ব্যর্থ। মাত্র ১৪ বল খেলে চার রানে আউট হন রাহুল। অন্যদিকে ২৬ বল খেলে যশস্বীর সংগ্রহ মাত্র ১০ রান। ক্রিজে বেশ কিছুক্ষণ সময় কাটালেও ২০ রান করে আউট হয়ে যান শুভমান। পুরনো রোগের শিকার হয়েই এদিন আবার উইকেট ছুড়ে দেন বিরাট কোহলি। ব্যাট করতে নেমে প্রথম বলেই প্রায় আউট হয়ে গিয়েছিলেন। কোনওমতে রক্ষা পেলেও সেই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে যান তিনি।

স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে ৯৮ বলে মাত্র ৪০ রান করেন ঋষভ পন্থ। একাধিকবার অজি পেসারদের বলে আঘাত পান তিনি। তা সত্ত্বেও ইনিংস গড়ার চেষ্টা করেছিলেন। তবু শেষরক্ষা হয়নি। ২৬ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। ১৪ রান এসেছে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে। তবে ভারতের ইনিংসের রান ১৫০ গণ্ডি পার করেন অধিনায়ক বুমরাহ নিজে। মাত্র ১৭ বলে ২২ রান করেন। তিনটি বাউন্ডারির পাশাপাশি একটি ছক্কাও আসে তাঁর ব্যাট থেকে। বুমরাহ ম্যাজিকেই ১৮৫ পর্যন্ত পৌঁছয় ভারতের প্রথম ইনিংসের রান। ভারতের রান তাড়া করতে নেমে প্রথম দিনের শেষে অজিরা ৯ রান তুলেছে এক উইকেট খুইয়ে।

প্রথম দিনের শেষ বলে বুমরাহের নেতৃত্বে দেখা গেল ভারতীয় দলের অচেনা চেহারা। অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসকে এক রকম সমঝে দিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সিডনিতে উত্তাপ যে ক্রমশ চড়ছে, তার ইঙ্গিত পাওয়া গেল দিনের শেষ বলে। সিডনির মাঠে কনস্টাসের অপ্রয়োজনীয় মাতব্বরি বুমরাহ শেষ করে দিলেন শেষ বলেই। কনস্টাস তাঁকে উত্তেজিত করার চেষ্টা করলেও মাথা ঠান্ডা রেখে বল করেন তিনি। ফলও পান হাতেনাতে। বুমরাহের বল খোয়াজার ব্যাটের কোনা ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের হাতে। উইকেট নিয়েই ২২ গজের নন স্ট্রাইকিং প্রান্তে থাকা কনস্টাসের দিকে আগ্রাসী ভাবে ছুটে যান বুমরাহ। এগিয়ে গিয়েও নিজেকে দ্রুত সংযত করে নেন তিনি। কনস্টাসের দিকে আগ্রাসী মেজাজে এগিয়ে আসতে দেখা যায় কোহলিকেও। যোগ দেন প্রসিদ্ধ কৃষ্ণও। খোয়াজা তত ক্ষণে সাজঘরের দিকে হাঁটতে শুরু করে দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Border Gavaskar Trophy 2024, #Sports, #jasprit bumrah, #IND vs AUS, #Border gavaskar trophy

আরো দেখুন