রাজ্য বিভাগে ফিরে যান

শিয়ালদহ এডিজে আদালতে আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনকে বিরলতম অপরাধ দাবি করে ধৃত সঞ্জয়ের ফাঁসি চাইল CBI

January 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন বিরলতম ঘটনা, আদালতে দাবি করে ধৃত সঞ্জয় রাইয়ের ফাঁসির সাজা চাইল সিবিআই। আরজি করের খুন ও ধর্ষণ মামলার বিচারপর্ব প্রায় শেষের পথে। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিচারপর্বে সিবিআইয়ের আর্গুমেন্ট শেষ হয়েছে।

সিবিআইয়ের মামলায় শিয়ালদহে এডিজে আদালতে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিচারপর্ব চলছে। সঞ্জয়কে আদালতের রুদ্ধদ্বার কক্ষে হাজির করানো হয়। সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, ধর্ষণ ও খুনের অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে। কেন সিবিআই তাকে অভিযুক্ত হিসাবে গণ্য করছে তাও জানানো হয়।

সিবিআইয়ের পক্ষে ৫৪ জন সাক্ষীর আংশিক বক্তব্যও পেশ করা হয়। বায়োলজিক্যাল এভিডেন্স অর্থাৎ নির্যাতিতার দেহ থেকে যে লালারস উদ্ধার করা হয়েছে, ডিএনএ পরীক্ষা অনুযায়ী তা সঞ্জয় রাইয়ের, সেই তথ্য আইনজীবী তুলে ধরেন। এছাড়াও সঞ্জয় রাইয়ের জামাকাপড় ও জুতো থেকে যে রক্তের দাগ পাওয়া গিয়েছে, তাও নির্যাতিতার, তার উল্লেখ রয়েছে ফরেনসিকের রিপোর্টে; সেটিও তুলে ধরা হয়। সিবিআইয়ের তৈরি বিশেষজ্ঞদের টিম যে সঞ্জয় রাইকে একমাত্র অভিযুক্ত বলে রিপোর্ট দিয়েছেন, সেই তথ্যও তুলে ধরা হয়। আদালতের নির্দেশে ৪ জানুয়ারি অভিযুক্তর আইনজীবী বক্তব্য পেশ করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI, #RG Kar case, #Sanjoy Roy

আরো দেখুন