রাজ্য বিভাগে ফিরে যান

নতুন বছরে হংসেশ্বরী মন্দির দেখতে বিদেশিরা ভিড় জমাতে শুরু করেছেন

January 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলি জেলার অন্যতম ঐতিহ্যপূর্ণ পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে হুগলির বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। বহু প্রাচীন এই মন্দির দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষজন এখানে ছুটে আসেন। এবার দেশ পেরিয়ে বিদেশের মানুষরাও ভিড় জমাতে শুরু করেছেন এই মন্দির দেখার জন্য।

বছরের প্রথম দিনই আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া থেকে বহু মানুষ এসেছিলেন মন্দির দেখতে। এই মন্দির দেখে তাঁরা একেবারে আপ্লুত হয়ে পড়েছেন। একইসঙ্গে ভারতের যে বহু জাতি বহু ধর্মের সংস্কৃতি তা আকৃষ্ট করেছে তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#New Year, #Shri Hanseshwari Temple, #Hooghly Tourism, #foreigners

আরো দেখুন