দেশ বিভাগে ফিরে যান

বিতর্কের অবসান, খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু ভাকর

January 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু ভাকর। ইতিপূর্বে, খেলরত্ন প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছিল। তা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। বিষয়টি নিয়ে মনু ভাকরের বাবা যারপরনাই ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তারা। প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী শুটার মনু ভাকরকে খেলরত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়।

সেই সঙ্গে হকি অধিনায়ক হরমনপ্রীত সিংহ, দাবাড়ু ডি গুকেশ এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারও খেলরত্ন পাবেন। ভারতের ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার খেলরত্ন। প্রতি বছর দেশের সেরা ক্রীড়াবিদকে এই পুরস্কার দেওয়া হয়। এ বার মনু দেশকে যা সম্মান এনে দিয়েছেন, তাতে এই পদকের যোগ্য তিনি। কিন্তু জানা গিয়েছিল, খেলরত্নের যে প্রাথমিক তালিকা রয়েছে তাতে মনুর নাম নেই। তার পরেই শুরু হয়েছিল বিতর্ক।

এবছর অর্জুন পুরস্কার পাচ্ছেন ৩২ জন অ্যাথলিট। দ্রোণাচার্য সম্মানে ভূষিত হবেন ফুটবল কোচ আর্মান্দো কোলাসো। তাঁর কোচিংয়ে পাঁচবার জাতীয় লিগ ও আই লিগ খেতাব জয় করে ডেম্পো। পরবর্তীতে ইস্ট বেঙ্গলেও কোচিং করান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manu Bhaker, #Khel Ratna Award

আরো দেখুন