দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

স্কুলের মিড ডে মিলের খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ রচনা

January 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চুঁচুড়ার স্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে মিড ডে মিল খাওয়ার ঘটনাই উস্কে দিল প্রায় পাঁচ বছর আগের নুন-ভাতকাণ্ড। সেদিন বিজেপির তদানীন্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে মিড ডে মিল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের নুন-ভাত খাওয়ানোর অভিযোগ তুলেছিলেন। যা ঝড় তুলেছিল রাজ্যজুড়ে। অভিনেত্রী-সাংসদ অবশ্য শুধু খাবার চেখেই ক্ষান্ত হননি। খাবার সুস্বাদু হওয়ায় পাত পেড়ে ফুলকপির রসা আর ডাল দিয়ে ভাতও খেলেন তিনি।

তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষার্থীদের জন্য খুবই পুষ্টিকর, কম তেল, ঝাল, মশলা দিয়ে রান্না করা হয়েছিল। অনবদ্য স্বাদ তার। বাড়িতে এমন রান্না করতে পারলে খুশি হতাম। আমার মনে হয়, চুঁচুড়ার সব স্কুলে এভাবেই শিক্ষার্থীদের খাওয়ানো হয়। তাঁর কাছে প্রায় পাঁচ বছর আগের ‘নুন-ভাত কাণ্ড’ নিয়ে জানতে চাওয়া হয়েছিল। উত্তরে তিনি বলেন, তখন কী হয়েছে, জানি না। আমি বিনা নোটিসেই জ্যোতিষচন্দ্র স্কুলে এসেছিলাম। মিড ডে মিলের খাবার খেয়ে তৃপ্তি পেয়েছি। আমার মনে হয়, রাজ্যের সর্বত্রই শিক্ষার্থীদের যত্ন করে খাওয়ানো হয়।

এদিন ছাত্রীদের ভবিষ্যৎ জীবন নিয়ে উপদেশ দিতেও দেখা গিয়েছে সাংসদকে। চুঁচুড়ার উইমেন্স কলেজে গিয়ে তিনি নিজের জীবনের কথা অকপটে তুলে ধরে নারীর ক্ষমতায়নের বিষয়ে শিক্ষা দেন। রচনা বলেন, সংসার করতে হবে। স্বামী-সন্তানের জন্য রান্নাও করতে হবে। সেই সঙ্গে নিজের প্রতিভাকে তুলে ধরতে হবে। প্রতিভাকে কখনও নষ্ট করা যাবে না। তাতে দেশ-কাল-সমাজের বৃহত্তর ক্ষতি হয়। পরে রচনা বলেন, নতুন বছরের প্রথম পর্ব শিক্ষার্থীদের সঙ্গে কাটাব বলে ঠিক করেছিলাম। তাই স্কুল, কলেজ সর্বত্র শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলার কর্মসূচি নিয়েছি।

TwitterFacebookWhatsAppEmailShare

#mid Day Meal, #chuchura, #rachana banerjee

আরো দেখুন