রাজ্যের সরকারি মেলাগুলো স্বপ্ন দেখাচ্ছে নাড়াজোলের পটচিত্রকারদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকার আয়োজিত খাদি মেলা, হস্তশিল্প মেলা, সরস মেলা, সবলা মেলা ইত্যাদির মতো মেলাগুলোয় হাতের কাজের জিনিস কিনতে উপচে পড়ে ভিড়। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পটচিত্রের নানান সামগ্রী। হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালে সব থেকে বেশি নজর কাড়ল পটচিত্র। পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল থেকে এসেছিলেন চিত্রকরেরা। গ্রামীণ শিল্পকর্মকে এনে পসরা সাজিয়ে বসেছিলেন। ফি দিন ভালো টাকার সামগ্রী বিক্রি হয়েছে। শিল্পীদের বক্তব্য, সরকারি মেলাগুলো কারণে গ্রাম্য অর্থনৈতিক কাঠামোকে মজবুত করছে। আগামী বছরও মেলার অংশ হতে চান।
শিল্পীরা বেশ কয়েক বছর ধরেই পিংলার পটচিত্র মেলা, কলকাতার সরস মেলা থেকে শুরু করে বিভিন্ন সরকারি মেলায় গিয়ে পট বিক্রি করছেন। পটচিত্রের গল্প গানের মাধ্যমে খদ্দেরদের শোনান। হাওড়া ক্রিসমাস কার্নিভালে এ বছরই প্রথম শিল্পীরা এসেছিলেন। সাধারণ মানুষ ভিড় দেখে খুশি হন। কয়েক দিনের মধ্যেই তাঁদের সব সামগ্রী শাড়ি, চাদর, ওড়না সব বিক্রি হয়ে যায়।
পটচিত্রের পাশাপাশি চায়ের কেটলি, ট্রে, পেনদানি ও ঘর সাজানোর সামগ্রীও কিনছেন প্রচুর মানুষ। চাহিদা দেখে খুশি শিল্পীরা। একদিনে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার শিল্পদ্রব্য বিক্রি হয়েছে। ৫০ টাকা থেকে বিভিন্ন পটচিত্রের জিনিস মিলেছে।