সিডনিতে ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেও আশার আলো পন্থের বিধ্বংসী ইনিংস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিডনি টেস্টে দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষ ভারত ৬ উইকেটে ১৪১ রান করেছে। আপাতত টিম ইন্ডিয়া ১৪৫ রানে এগিয়ে রয়েছে। তবে ভারতের হাতে আর ৪ উইকেট বাকি রয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় দিন আরও ৫০ থেকে ৭০ রান যোগ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার। উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৮) এবং ওয়াশিংটন সুন্দর (৬)।
ঋষভ পন্থের ৩৩ বলে বিধ্বংসী ৬১ রানের ইনিংস অস্ট্রেলিয়ার যাবতীয় পরিকল্পনা মাঠেই মেরে দেয়। তৃতীয় দিনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে জাদেজা-সুন্দরদের। যাতে ম্যাচ জেতার জন্য ফের লড়াই করতে পারেন বোলাররা।
প্রথম দিনে টিম ইন্ডিয়ার ইনিংস গুঁটিয়ে যায় মাত্র ১৮৫ রানে। দিনের শেষে বলে খোয়াজাকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় দিনেও দাপট জারি রাখলেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ইনিংসকে তাঁরা থামিয়ে দেন মাত্র ১৮১ রানে। বুমরাহ, নীতীশ কুমার রেড্ডিরা পেলেন দুটি করে উইকেট। তিনটি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। গুরুত্বপূর্ণ ৪ রানের লিড পায় ভারত।