রাজ্য বিভাগে ফিরে যান

বিমান বসুর ‘লক্ষ্মী’র ভাণ্ডার’ দাওয়াই

January 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কীভাবে দলকে অর্থসাহায্য করে পাশে থাকা যায়, তার দাওয়াই দিলেন প্রবণি সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে এক আলোচনাসভায় তিনি ‘লক্ষ্মী’র জন্য ‘ভাণ্ডার’ দাওয়াই দিলেন! নিজের স্মৃতির ভাণ্ডারও উপুড় করলেন বর্ষীয়ান নেতা।

বিমানবাবু বলেন, ‘মাঝেমধ্যে অনেকে এককালীন অর্থসাহায্য করেন। কিন্তু সবাই যদি বাড়িতে ভাঁড় রেখে মাসে ১০০ টাকা রাখেন, কিছুদিন বাদে তা দলকে দেন, তাহলে ভালো হয়।’ এই প্রসঙ্গেই নিজের অতীত জীবনের উদাহরণ তুলে আনেন তিনি। বলেন, ‘আমি হাতখরচ থেকে টাকা বাঁচিয়ে দলকে অর্থসাহায্য করতাম। দেড় বছর দিতে পারিনি। তারপর আবার শুরু করলাম। হোলটাইমার থাকার সময় প্রতি মাসে ৭৫ টাকা করে দিয়েছি। তারপর ১০০ টাকার উপরে উঠেছি। হোলটাইমার হিসেবে যা পাওয়া যায়, সেখান থেকেই দিতে হবে।’ এর পাশাপাশি, দলের ভিতরের খবর বাইরে যাচ্ছে বলে এদিন উষ্মা প্রকাশ করেন বিমানবাবু। বলেন, ‘পার্টির ভিতরে সেরকম লোক আছে, যাঁরা পর্টির থেকে বন্ধুদের বড় মনে করে। ভুলে গেলে চলবে না, বন্ধুর চেয়ে পার্টি বড়।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Biman Basu, #party funds, #Cpim

আরো দেখুন