হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় যাবেন? জেনে নিন যাতায়াতের বিস্তারিত তথ্য

January 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগরে যাবেন বলে ভাবছেন? কী ভাবে পৌঁছবেন গঙ্গাসাগর মেলায়?

যাঁরা ট্রেনপথে গঙ্গাসাগর মেলায় যাবেন বলে ভেবেছেন, তাঁরা শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে কাকদ্বীপ বা নামখানাগামী ট্রেনে উঠবেন। নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। সেখান থেকে অটোয় বা টোটোয় চেপে যেতে হবে লট ৮ ঘাটে। তারপর ভেসেল বা লঞ্চে চেপে যেতে হবে কচুবেড়িয়া। সেখান থেকে আবার বাসে চেপে পৌঁছতে হবে গঙ্গাসাগর।

যাঁরা সড়কপথে যাওয়ার কথা ভেবেছেন, তাঁদের কলকাতা থেকে বাস ধরে ডায়মন্ড হারবার রোড হয়ে পৌঁছতে হবে লট ৮ ঘাটের মোড়। তারপর সেখান থেকে অটো বা টোটয় চেপে পৌঁছতে হবে লট ৮ ঘাটে। তারপর লঞ্চ বা ভেসেলে কচুবেড়িয়া পৌঁছে, সেখান থেকে বাসে যেতে হবে গঙ্গাসাগর মেলায়।

পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ২,২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৬টি বার্জ, ১০০টি লঞ্চ থাকবে। ব্যবহার করা হবে ২১টি জেটি। এই বছর কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত অতিরিক্ত ২০০ বাস থাকবে। একই সঙ্গে, মেলার সময় বাড়তি ট্রেন চালানোর জন্যও রাজ্য সরকারের তরফে রেলকে অনুরোধ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Makar Sankranti, #Gangasagar Mela 2025, #transport

আরো দেখুন