রাজ্য বিভাগে ফিরে যান

নজরে অগ্নিনির্বাপক ব্যবস্থা, গঙ্গাসাগর মেলায় থাকছে বিশেষ বাইক

January 5, 2025 | < 1 min read

ছবি সৌজন্যে: Millenium Post

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসছে গঙ্গাসাগর মেলা। বাংলার অন্যতম বৃহৎ এই মেলার অগ্নিনির্বাপক ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত পাম্প যুক্ত বাইক আনছে অগ্নিনির্বাপণ দপ্তর। অস্থায়ী দমকল কেন্দ্রের দিকেও বাড়তি নজর দেওয়া হয়েছে। গতবার আগুন নেভানোর জন্য ৫০টি বাইক রাখা হয়েছিল। এবারে তা বাড়িয়ে ৭৫ করা হয়েছে। বাফার জোনেও থাকবে অস্থায়ী দমকল কেন্দ্র, যা আগে থাকত না। ছোট ও ঘিঞ্জি জায়গায় সহজে চলে যেতে পারবে এই বিশেষ বাইক।

অতিরিক্ত যে ২৫টি বাইক আনা হচ্ছে, তার বৈশিষ্ট হল, এক একটি বাইক প্রায় ৩০ লিটার জল বহন করতে পারবে। আগুন নেভাতে গিয়ে জল শেষ হয়ে গেলে বাইরে থেকে জল সংগ্রহের ব্যবস্থাও থাকছে এই বাইকে। বাইকে থাকছে পাম্প। আশপাশে কোনও জলের উৎস থাকলে সেখান থেকে ওই পাম্পের সাহায্যে জল তুলে ব্যবহার করা যাবে। ডিরেক্টর অব ফায়ার সার্ভিস অভিজিৎ পান্ডে জানান, এই প্রথম এমন বাইক গঙ্গাসাগর মেলায় ব্যবহার করা হবে। এছাড়াও মেলার জন্য প্রায় ৪৫০ কর্মী ও অফিসার থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gangasagar, #Fire, #Fire fighting bikes, #Special bikes

আরো দেখুন