দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সোমবার দেশে ফিরবেন বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীরা, স্বাগত জানাবেন মমতা

January 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল, ৬ জানুয়ারি বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী গঙ্গাসাগরে পৌঁছবেন। গঙ্গাসাগরে তাঁদের স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। খুশির হাওয়া বইতে শুরু করেছে মৎস্যজীবীদের পরিবারে।

শনিবার সকালে, ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে কাকদ্বীপ থেকে হলদিয়া বন্দরে নিয়ে যাওয়া হয়। তাঁদের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আরও ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ওড়িশার পারাদ্বীপ থেকে হলদিয়ায় নিয়ে আসা হচ্ছে। মোট ৯০ জন বাংলাদেশিকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় নিয়ে যাওয়া হবে। অন্যদিকে, বাংলাদেশ থেকে মুক্তি দেওয়া হয়েছে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে। জানা গিয়েছে, তাঁদেরও এদিন বাংলাদেশের এক বন্দরে নিয়ে আসা হয়েছে। আজ, ৫ জানুয়ারি আন্তর্জাতিক জল সীমানায় দু’দেশের উপকূলরক্ষী বাহিনী পরস্পরকে হস্তান্তর করবে।

বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। উপকূলরক্ষী বাহিনীর মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#fisherman, #Mamata Banerjee, #Bangladesh

আরো দেখুন