আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

HMPV-র চোখ রাঙানি কি শুধুই শীতকালীন সংক্রমণ! চীনের দাবি কী?

January 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চীনে চোখ রাঙাচ্ছে আরও এক ভাইরাস। আতঙ্কিত গোটা বিশ্ব। ভাইরাসটির নাম হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। শিশু ও প্রবীণেরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। চীনের হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়, সমাজ মাধ্যমেও এ দৃশ্য দেখা গিয়েছে। চীন একে ‘শীতকালীন সংক্রমণ’ বলে দাবি করেছে।

নয়া এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দিয়েছে চীন। সেদেশের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র মাও নিং জানিয়েছেন, নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও তা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সংক্রমণের জন্য শীতকালকেই দায়ী করেছে চীন।

মাও নিং জানিয়েছেন, শীতকালে শ্বাসযন্ত্রে সংক্রমণের সম্ভাবনা বাড়ে। এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চীনের নাগরিক ও পর্যটকদের আশ্বস্ত করে তিনি বলেন, “আশ্বস্ত করতে পারি যে, সরকার চীনের সমস্ত নাগরিক ও পর্যটকদের স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল।” চীনে বেড়াতে আসা নিরাপদ বলে উল্লেখ করেন তিনি। চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের দাবি, ভাইরাসের সংক্রমণের হারও আগের তুলনায় কম। এই ভাইরাস মারাত্মক নয়।

করোনার পর চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণের খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। ভারতেও উদ্বেগ বাড়ছে। এইচএমপিভি-র সংক্রমণ নিয়ে আতঙ্কিত না-হওয়ার বার্তা দিয়েছেন ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস-র আধিকারিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চীনে নতুন ভাইরাসের সংক্রমণ নিয়ে কোনও বিবৃতি জারি করেনি। চীনের পরিস্থিতির উপর নজর রাখছে প্রতিবেশী দেশগুলো।

TwitterFacebookWhatsAppEmailShare

#HMPV, #Virus, #china

আরো দেখুন